REBORN KAVITA

হ্যালির ধুমকেতু

তুই কি জানিস কথাকলি ?
আমার নিত্য দিনের সকালটা
তোর বাড়ির সামনের ওই চায়ের দোকানটা
তুই দেখেও দেখিস না
আমায় চোখেও হারাস না।
তুই কি বুঝিস কথাকলি?
তোর রিকশার পিছনে ঘুরঘুর করা ওই লাল সাইকেল
তোর কি নজরও কারে না
তুই যে ফিরেও তাকাস না ।
তুই কখ‌নো কি ভেবে দেখেছিস কথাকলি?
ক্যাম্পাসে তোর নিত্য আনাগোনা
অনেক মাঝে হারিয়ে যাওয়া
আর কারো ক্লাস ফাঁকি দিয়ে শুধু তোকে দেখা
তোর কিছু ভাববার সময় কোথায়
তুই যে অন্যের ভাবনা হয়ে থাকিস।
তুই কি খোঁজ রাখিস কথাকলি?
তোর পড়ার নোট গুলো
কারো স্বপ্নের রঙ তুলি দিয়ে লেখা
যার ছায়া টুকু ও তোর থেকে দূরে থাকে
মেঘলা আকাশের মতো ।।
তুই কি জানিস তুই আমার কে কথাকলি?
এইতো সেদিন ২২ শে শ্রাবন
কলেজ গেটে তোর অবাক করা স্পর্শে
আমার ভেঙে যাওয়া চশমার ফ্রেমে
আবছা আলোয় তোকে দেখেছিলাম
আমার আকাশে হ্যালির ধুমকেতু

লেখা :শেখর

শুধু তোমারই জন্যে” ❤️❤️ ‘

“সেদিন দেখা হয়েছিল’ ‘অরুণধুতি’র সাথে, ‘অটোগ্রাফ’ দিল সে আমার হাতে। সেদিন থেকে শুরু হল আমার জীবনের ‘ভালোবাসা ভালোবাসা’! আসবে ফিরে আমার কাছে এই ছিল আমার আশা। তাই ‘জোশ’ নিয়ে বললাম ‘আমি সুভাষ বলছি’, ‘জীবনসাথী’ করব তোমায়এই ‘চ্যালেঞ্জ’ গ্রহন করেছি। এখন থেকে আমি রিয়েল ‘ফাইটার’! তোমার জন্য আমি হতে পারি ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার’। দিবা রাত্রি নিদ্রা নেই আমার চোখের পাতায়; যে দিন থেকে ‘আমি শুধু চেয়েছি তোমায়’। তোমার জন্য আমি ‘পাগলু’ হতে রাজি, থাকলে পাশে তুমি জিতে যাব ‘বাজি’। তোমার জন্যই আমার ‘শুকনো লঙ্কা’ র মতো দশা, ছেড়ে যাবে, যদি ছাড়াও আমার শরীরের খোসা। তবু ‘বোঝে না সে বোঝে না’ , আর ‘মন মানে না’; ‘বল না তুমি আমার ‘॥

শিখা